নিজস্ব প্রতিবেদক:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে চীনের সঙ্গে দুটি শর্তে সমঝোতায় পৌঁছানো গেছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আপাতত ৪৫ কিলোমিটার এলাকায় ভাঙন রোধে বাঁধ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হবে বলেও তিনি জানান।
শনিবার তিস্তা পাড়ে আয়োজিত এক গণশুনানিতে অংশ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, তিস্তা চুক্তি বাস্তবায়নে প্রয়োজনে ভারতকে আন্তর্জাতিকভাবে চাপে ফেলতে হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা এই চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
গণশুনানিতে উপস্থিত অংশগ্রহণকারীরা বলেন, তিস্তা উত্তরাঞ্চলের মানুষের জীবনরেখা। তাই দীর্ঘমেয়াদী সমাধানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পরিকল্পনা বাস্তবায়নের কাজ দ্রুত শুরু করা উচিত। তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা ও কার্যকর উদ্যোগের আহ্বান জানান।
তিস্তা নদীর নাব্যতা ও পানির প্রবাহ স্বাভাবিক রাখতে সরকার ইতোমধ্যে মহাপরিকল্পনা নিয়েছে। তবে দীর্ঘসূত্রিতার কারণে প্রকল্প বাস্তবায়ন পিছিয়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।