দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, শ্বশুরের অশালীন আচরণের প্রতিবাদে আত্মরক্ষার্থে তার গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছেন পুত্রবধূ। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের গুচ্ছগ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত শাহজামাল প্রামাণিক (৬৫) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অভিযুক্ত নারী জানান, আনুমানিক ১৫ বছর আগে মনির প্রামাণিকের সঙ্গে তার বিয়ে হয়। স্বামী কর্মসূত্রে অন্য জেলায় থাকেন, ফলে তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরেই শ্বশুর শাহজামাল তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন বলে তার অভিযোগ।
শনিবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্বশুর তাকে গালিগালাজ করেন এবং জোরপূর্বক ঘরে টেনে নেওয়ার চেষ্টা করেন। তখন আত্মরক্ষার্থে তিনি আগে থেকে নিজের কাছে রাখা ব্লেড দিয়ে শাহজামালের গোপনাঙ্গে আঘাত করেন।
চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে শাহজামালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহসান হাবীব বলেন, “রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পুরুষাঙ্গে আটটি সেলাই দিতে হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। অভিযুক্ত নারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এ ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, পুত্রবধূ আত্মরক্ষার্থে এ কাজ করেছেন, আবার কেউ বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ নিয়ে পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।