রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো: মোত্তালেব হোসেন (৪৯) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৭টা ৪৫ মিনিটে গঙ্গাচড়া থানাধীন ভিন্ন জগৎ এলাকা থেকে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ তাকে আটক করে।
গ্রেফতারকৃত মোত্তালেব হোসেনের বাড়ি গঙ্গাচড়া উপজেলার উত্তর খলেয়া গ্রামে। তার বাবার নাম মো: মোজাম্মেল হক। তিনি আরপিএমপি কোতোয়ালি থানায় দায়ের করা একটি হত্যা মামলার (মামলা নম্বর- ২৮, তারিখ- ৩১/০৮/২০২৪) এজাহারনামীয় আসামি। মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৮/৩০২/২০১/৩৪/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে মোত্তালেব হোসেনকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হবে।এই গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।