ঢাকা | প্রবাসী কর্মীদের জন্য দারুণ সুখবর! বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরব ও মালয়েশিয়াগামী ফ্লাইটের ভাড়ায় বড় ধরনের ছাড় ঘোষণা করেছে। ‘ওয়ার্কার ফেয়ার’ নামে চালু হওয়া এই বিশেষ সুবিধার আওতায় ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ, দাম্মাম, মদিনা ও কুয়ালালামপুর রুটে টিকিটের দাম কমানো হয়েছে।
১০ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে কার্যকর হওয়া এই বিশেষ ভাড়ার সুবিধা চলবে ৩০ জুন, ২০২৫ পর্যন্ত। তবে, এটি শুধুমাত্র নতুন কর্মী ভিসাধারীদের জন্য প্রযোজ্য।
নতুন ভাড়া ও সাশ্রয়:
বিমানের ঘোষণায় বলা হয়েছে, নতুন কর্মীদের যাতায়াত সুবিধা দিতে টিকিটের দাম কমানো হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে।
সৌদি আরব রুটে (ঢাকা-জেদ্দা, ঢাকা-রিয়াদ, ঢাকা-মদিনা, ঢাকা-দাম্মাম):
পূর্বের ভাড়া: ৪৮০ মার্কিন ডলার (প্রায় ৫৮,০০০ টাকা)
বর্তমান ভাড়া: ৩৬০ মার্কিন ডলার (প্রায় ৪৩,৫০০ টাকা)
মোট সাশ্রয়: ১৪,৫০০ টাকা
মালয়েশিয়া রুটে (ঢাকা-কুয়ালালামপুর):
পূর্বের ভাড়া: ১৭৫ মার্কিন ডলার (প্রায় ২১,০০০ টাকা)
বর্তমান ভাড়া: ১৫০ মার্কিন ডলার (প্রায় ১৮,০০০ টাকা)
মোট সাশ্রয়: ৩,০০০ টাকা
কারা এই সুবিধা পাবেন?
এই বিশেষ অফার শুধুমাত্র নতুন কর্মী ভিসাধারীদের জন্য। যাত্রীদের BMET (বাংলাদেশ ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং) ক্লিয়ারেন্স কার্ড অথবা BMET সত্যায়িত ভিসা থাকতে হবে।
তবে, ওমরাহ, ফ্যামিলি ভিজিট ও রেসিডেন্স ভিসাধারীরা এই ছাড়ের আওতায় আসবেন না।
কোথায় পাওয়া যাবে টিকিট?
প্রবাসী কর্মীদের জন্য এই বিশেষ ভাড়ার টিকিট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব বিক্রয় কেন্দ্র ও মনোনীত ট্রাভেল এজেন্সিগুলো থেকে কেনা যাবে।
প্রবাসীদের জন্য স্বস্তির খবর
বিশ্বব্যাপী বাড়তি বিমান ভাড়ার মধ্যে বিমান বাংলাদেশের এই উদ্যোগ প্রবাসীদের জন্য একটি বড় স্বস্তি। নতুন কর্মীদের জন্য কম খরচে বিদেশে যাওয়ার এই সুযোগ তাদের অর্থনৈতিকভাবে সহায়তা করবে।
বিস্তারিত জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটস্থবিক্রয় কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।