নিউজ প্রতিবেদক:
বাংলাদেশে স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর বিষয়ে একধাপ এগিয়ে গেলো দেশটি। সরকারের প্রধান উপদেষ্টা এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানিয়েছেন, ইলন মাস্কের সঙ্গে তার সফল বৈঠক হয়েছে এবং উভয় পক্ষ স্টারলিংক চালুর বিষয়ে একমত হয়েছে।
প্রধান উপদেষ্টা তার পোস্টে লেখেন, “মিস্টার @elonmusk-এর সঙ্গে দারুণ একটি বৈঠক হয়েছে। আমরা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি। শিগগিরই বাংলাদেশে স্টারলিংক চালুর পরিকল্পনা রয়েছে।”
এই ঘোষণার পরপরই ইলন মাস্ক তার এক্স অ্যাকাউন্ট থেকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লেখেন, “উচ্ছ্বসিত হয়ে অপেক্ষা করছি!”
স্টারলিংক বাংলাদেশের ইন্টারনেট খাতে নতুন বিপ্লব আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ব্রডব্যান্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
এই চুক্তি সফল হলে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশগুলোর একটি হবে যেখানে স্টারলিংকের উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু হবে। তবে এখনো প্রকল্পের আনুষ্ঠানিক অনুমোদন, মূল্য নির্ধারণ ও সেবার বিস্তৃতি নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
উল্লেখ্য, স্টারলিংক বর্তমানে বিশ্বের অনেক দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং এটি বিশেষত প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ প্রদান করতে সক্ষম।
এই প্রকল্প বাস্তবায়িত হলে, বাংলাদেশের প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে বড় ধরনের অগ্রগতি হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।