রংপুর প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ ) আসরের নামাজের পর গঙ্গাচড়া বাজার পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে সমাবেশে বক্তারা মাহে রমজানের গুরুত্ব তুলে ধরে ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার তাগিদ দেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা সভাপতি আলহাজ্ব এটিএম গোলাম মোস্তফা বাবু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন রংপুর জেলা সেক্রেটারি মো. শরিফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন রংপুর জেলা সভাপতি আসিফ আল আমিন, ওলামা মশায়েখ আইম্মা পরিষদ গঙ্গাচড়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবু হানিফ, ইসলামী আন্দোলন গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি আনিসুর রহমান এবং সেক্রেটারি ইউনুছ আলী।
বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসের পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে মাহে রমজানের তাৎপর্য সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তারা আরও বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ব্যবসায়ীদের সততা বজায় রাখার আহ্বান জানান।
র্যালিটি গঙ্গাচড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে ইসলামী আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।