1. live@rangpurbanglarnews.online : রংপুর বাংলার নিউজ : রংপুর বাংলার নিউজ
  2. info@www.rangpurbanglarnews.online : রংপুর বাংলার নিউজ :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গঙ্গাচড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ  সরকার মাজহারুল মান্নান: পরিবেশ রক্ষায় তরুণদের অনুপ্রেরণায় অগ্রগামী এক মুখ রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতা অধ্যাপক রায়হান সিরাজী ৪ জুলাইয়ের জনসভা সফল করতে গজঘন্টায় জামায়াতের মিছিল ও পথসভা জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল জনসভা সফল করতে পশুরামে জামায়াতের বিশাল মিছিল ও পথসভা গঙ্গাচড়ার ঐতিহ্যবাহী হাবু ঈদগাহ মাঠ উন্নয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগ রংপুরে ৪ জুলাই জনসভা সফল করতে আলমবিদিতরে জামায়াতের কর্মী সমাবেশ গঙ্গাচড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত রংপুরের গংগাচড়ায় ফ্যাসিবাদের ভয়ংকর উত্থান মর্নেয়ায় জাতীয় পার্টি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী লাঞ্ছনার অভিযোগ

৩ বছর পর পরাজিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ তিন বছরের আইনি লড়াই শেষে আদালতের রায়ের ভিত্তিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আইনজীবী শামছুল হুদা। আজ সোমবার (৩ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল তাঁকে শপথ বাক্য পাঠ করান।

২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত বড়বিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শহীদ চৌধুরী দ্বীপ ৬,২৩৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শামছুল হুদা পান ৬,১০০ ভোট। তবে ভোট কারচুপির অভিযোগ এনে পুনর্গণনার দাবি জানিয়ে রংপুর ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন শামছুল হুদা।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত পুনর্গণনা করে দেখেন, শামছুল হুদা ৪০২ ভোট বেশি পেয়েছেন। এ অনুযায়ী আদালত তাঁকে চেয়ারম্যান হিসেবে বৈধ ঘোষণা করেন। তবে এ রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহীদ চৌধুরী দ্বীপ হাইকোর্টে আপিল করেন।

গত ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট আপিল খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রাখে এবং শামছুল হুদার শপথ গ্রহণের অনুমতি দেয়। এরপর স্থানীয় সরকার রংপুরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে শামছুল হুদার শপথ গ্রহণের দিন নির্ধারণ করা হয়।

শপথ গ্রহণ শেষে শামছুল হুদা বলেন, “আদালতের রায়ে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করায় আমি অত্যন্ত আনন্দিত। বড়বিল ইউনিয়নের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা তাঁদের প্রত্যক্ষ ভোটে আমাকে নির্বাচিত করেছিল। কিন্তু রাজনৈতিক চক্রান্তের কারণে আমার প্রাপ্ত বিজয় আটকে রাখা হয়েছিল। আদালতের মাধ্যমে আমি ন্যায়বিচার পেয়েছি এবং জনগণের সেবা করতে পারব বলে আশাবাদী।”

এ প্রসঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আওয়ামী লীগ নেতা শহীদ চৌধুরী দ্বীপ এ রায়ের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে শামছুল হুদার সমর্থকরা এই রায়কে ন্যায়বিচার ও গণতন্ত্রের বিজয় বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, দীর্ঘ তিন বছর দুই মাস পর নির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণের মধ্য দিয়ে বড়বিল ইউনিয়নে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট