1. live@rangpurbanglarnews.online : রংপুর বাংলার নিউজ : রংপুর বাংলার নিউজ
  2. info@www.rangpurbanglarnews.online : রংপুর বাংলার নিউজ :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গঙ্গাচড়ায় কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন, অন্ধকারে হাহাকার কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড উত্তরের জনপদ, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী র‍্যাবের বিরুদ্ধে গ্রাম পুলিশকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: চর ছালাপাকে ৭০ হাজার টাকা জরিমানা গঙ্গাচড়ার গজঘণ্টায় রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন, এলাকাবাসীর মুখে হাসি তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা গঙ্গাচড়ার লক্ষীটারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত  তিস্তা পাড়ে এক হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতালের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন গঙ্গাচড়ায় তিস্তা নদীর পাড়ে চীনের অর্থায়নে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন গঙ্গাচড়া মডেল থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

লক্ষীটারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

পবিত্র রমজান উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়ন শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ ২০২৫) বিকেল ৪:৩০টায় মহিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী অধ্যাপক মো. রায়হান সিরাজী। তিনি বর্তমানে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. নায়েবুজ্জামান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গঙ্গাচড়া উপজেলা শাখা।

আলোচনা সভায় ইসলামিক মূল্যবোধ ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধির মাস, এই মাসে ত্যাগ ও সংযমের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। ইসলামি জীবনবোধের আলোকে সমাজ পরিবর্তনের আহ্বান জানিয়ে তারা বলেন, মানবতার কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রধান অতিথি অধ্যাপক মো. রায়হান সিরাজী বলেন, “রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, বরং আত্মশুদ্ধি, ধৈর্য ও সংযমের শিক্ষার মাস। এই পবিত্র সময়ে আমাদের উচিত একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করা।”

বিশেষ অতিথি মাওলানা মো. নায়েবুজ্জামান বলেন, “ইসলামের মূল শিক্ষা হলো মানবসেবা। রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়, সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সুধীজন, জনশক্তি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এই আয়োজন করা হয়েছে, যেখানে ইসলামিক আলোচনা ও ইফতারের বিশেষ ব্যবস্থা করা হয়।

আয়োজক কমিটির সভাপতি মো. আশরাফুল আলম বলেন, “এই আয়োজনে যারা অংশ নিয়েছেন এবং সহযোগিতা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে ধর্মীয় অনুভূতির পাশাপাশি সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতিরএক অনন্য পরিবেশ তৈরি হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট