রংপুর প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার চেংমারী গ্রামে পূর্ব বিরোধের জেরে এক পরিবারকে মারধর ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুজ্জামান লিজুও রয়েছেন। এ ঘটনায় আহত তিনজন গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভুক্তভোগী মোঃ আব্দুল জলিল (৫৫) গঙ্গাচড়া মডেল থানায় দায়ের করা অভিযোগে জানান, শুক্রবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার মা মোছাঃ জমিলা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়। তিনি প্রতিবাদ জানালে গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান লিজু ও তার সহযোগীরা লাঠি-সোটা নিয়ে তার মা, স্ত্রী মোছাঃ আক্তারা বেগম (৪৩) ও মেয়ে মোছাঃ নীলা মনির (১৪) ওপর হামলা চালায়।
অভিযোগপত্র অনুযায়ী, অভিযুক্তরা এলোপাতাড়ি মারধর করে তার মায়ের মাথায় আঘাত করে ফুলা জখম করে এবং স্ত্রীর মাথায় লাঠির আঘাতে রক্তাক্ত জখম করে। এছাড়া, তার মেয়েকেও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করা হয়। শুধু তাই নয়, অভিযুক্তরা তাদের বাড়ির টিনের বেড়া ভাঙচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান লিজু এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,মারছি তা কি হয়েছে, মামলা হলে জামিন নিবো। সমস্যা কোথায়?
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”