রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঙ্গাচড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। রবিবার (২৩ মার্চ) উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এই সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
সম্মেলনে গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে মোঃ চাঁদ সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আইয়ুব আলী নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আপেল মাহমুদ ও মিজানুর রহমান লুলু নির্বাচিত হন।
উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ ওয়াহেদুজ্জামান মাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম এবং বিশেষ বক্তা ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু।
নির্বাচন পরিচালনা কমিটির প্রকাশিত ফলাফল অনুযায়ী: সভাপতি পদে মোঃ চাঁদ সরকার (ছাতা প্রতীক) ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত। সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ শফিকুল ইসলাম চাঁন (মই প্রতীক) ৩০২ ভোট পেয়ে জয়ী। সাধারণ সম্পাদক: মোঃ আইয়ুব আলী (ফুটবল প্রতীক) ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত। যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ আব্দুল বারী বেলাল (মাছ প্রতীক) ৪১৪ ভোট পেয়ে জয়ী।
সাংগঠনিক সম্পাদক: মোঃ আপেল মাহমুদ (উড়োজাহাজ প্রতীক) ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত ও মোঃ মিজানুর রহমান লুলু (তালা প্রতীক) ২৬০ ভোট পেয়ে নির্বাচিত।
সম্মেলনে বক্তারা বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী জাতীয় নির্বাচনে দলকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।