গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক নিরীহ দোকানদার ও তার পরিবারের উপর হামলা, মারধর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শাহাজুল ইসলাম আদালতে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে এক ব্যক্তি বাদীর শ্যালো মেশিন ৫০০ টাকা ভাড়ায় নিয়ে গেলেও তা পরিশোধ করেনি। গত ৪ এপ্রিল রাতে বাদী নিজ দোকানের সামনে সেই টাকার কথা বললে পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে তাকে এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে এক ব্যক্তি তার মাথায় চাকু দিয়ে আঘাত করার চেষ্টা করলে তা কাঁধে লাগে এবং গুরুতর জখম হয়।
বাদীর চিৎকারে তার মা-বাবা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। একই সঙ্গে বাদীর মায়ের শ্লীলতাহানির অভিযোগও করেছেন তিনি। হামলাকারীরা বাদীর দোকান ও বাড়ি ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করে। এছাড়াও দোকানের ক্যাশ থেকে এক লাখ তেরো হাজার টাকা, একটি টিভি, একটি ভ্যান, একটি ছাগল এবং প্রায় ৩ লক্ষ ৯০ হাজার টাকার তামাক লুট করে নিয়ে যায়।
পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসা শেষে ভুক্তভোগী গঙ্গাচড়া থানায় গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন।