1. live@rangpurbanglarnews.online : রংপুর বাংলার নিউজ : রংপুর বাংলার নিউজ
  2. info@www.rangpurbanglarnews.online : রংপুর বাংলার নিউজ :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গঙ্গাচড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ  সরকার মাজহারুল মান্নান: পরিবেশ রক্ষায় তরুণদের অনুপ্রেরণায় অগ্রগামী এক মুখ রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতা অধ্যাপক রায়হান সিরাজী ৪ জুলাইয়ের জনসভা সফল করতে গজঘন্টায় জামায়াতের মিছিল ও পথসভা জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল জনসভা সফল করতে পশুরামে জামায়াতের বিশাল মিছিল ও পথসভা গঙ্গাচড়ার ঐতিহ্যবাহী হাবু ঈদগাহ মাঠ উন্নয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগ রংপুরে ৪ জুলাই জনসভা সফল করতে আলমবিদিতরে জামায়াতের কর্মী সমাবেশ গঙ্গাচড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত রংপুরের গংগাচড়ায় ফ্যাসিবাদের ভয়ংকর উত্থান মর্নেয়ায় জাতীয় পার্টি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী লাঞ্ছনার অভিযোগ

গঙ্গাচড়ায় পলিথিন গোডাউনে পরিবেশ অধিদপ্তরের অভিযান, পরদিন মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে ফার্মেসিকে জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

গঙ্গাচড়া রংপুর প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নিষিদ্ধ পলিথিন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। ৫ মে সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া বাজারে মো. মুকুল মিয়ার মালিকানাধীন মেসার্স মুকুল স্টোরের গোডাউনে অভিযান পরিচালিত হয়।

 

পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয় এবং গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে গোডাউন থেকে ৮৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ অপরাধে গোডাউনের মালিক মুকুল মিয়াকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গঙ্গাচড়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মাসউদুর রহমান। এছাড়া রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে দোকান মালিকদের সতর্ক করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। অভিযানকে সহায়তা করেন গঙ্গাচড়া থানা পুলিশের একটি দল।

 

এ বিষয়ে সহকারী পরিচালক কমল কুমার বর্মণ বলেন, গোপন সূত্রে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন,জনস্বার্থে ও পরিবেশ সংরক্ষণে আমরা কঠোর অবস্থানে আছি। পলিথিন পরিবেশের জন্য ভয়াবহ ক্ষতিকর। যারা এই নিষিদ্ধ পণ্য মজুদ ও বিক্রি করছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা চাই সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হোক এবং ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকুক।

এদিকে ৬ মে সকালে গঙ্গাচড়ার মন্ডলের হাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুইটি ফার্মেসিকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ অভিযানেও ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় নিয়মিত এই ধরনের অভিযান চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট