নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার ভূমি অফিস চত্বরে বড় অক্ষরে লেখা লাল রঙের সাইনবোর্ড: “দালাল প্রবেশ নিষিদ্ধ” — সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই বার্তাটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভূমি অফিস চত্বরে এমন সাহসী ঘোষণা সচেতন নাগরিকদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি এর নেতৃত্বে এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন,ভূমি অফিস জনগণের, কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর নয়। সাধারণ মানুষ যাতে ভয় ছাড়াই সেবা নিতে পারে, সেটিই আমাদের অঙ্গীকার।
একজন বয়স্ক কৃষক, আব্দুল মতিন (৬৫), বলেন,আগে কাগজপত্র বুঝতেই পারতাম না। দালালরা বলত যা বলি করো, নয়তো কাজ হবে না। এখন নিজের কাজ নিজেই করতে পারছি। প্রশাসনকে ধন্যবাদ জানাই।
অন্যদিকে তরুণ কৃষক মোহাম্মদ রুবেল বলেন,আমি প্রথমবার জমির নামজারির জন্য এসেছি। ভাবছিলাম দালাল ধরতে হবে। কিন্তু এখানে এসে দেখি কর্মকর্তা নিজেরাই সহযোগিতা করছেন। এমনটা কখনো কল্পনা করিনি।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, সেবা গ্রহণের জন্য সরাসরি কাউন্টারে এসে নাগরিকরা যেন হয়রানির শিকার না হন, সেই লক্ষ্যে কর্মকর্তারা মনিটরিং করছেন নিয়মিত।