আশরাফুল ইসলাম গঙ্গাচড়া রংপুর প্রতিনিধি:
৪ জুলাই রংপুর জেলা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা ও মহানগরীর উদ্যোগে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে পশুরাম থানায় ব্যাপক প্রস্তুতি চলছে। তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রংপুর মহানগরীর পশুরাম থানা জামায়াতের উদ্যোগে বুড়িরহাট বাজারে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে গিয়ে এক পথসভায় রূপ নেয়। এ কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি ও আগ্রহ লক্ষ্য করা যায়।
পথসভাটি পরিচালনা করেন পশুরাম থানা জামায়াতের সেক্রেটারি এনামুল হক বাবু এবং সভাপতিত্ব করেন থানা আমীর অ্যাডভোকেট মাহবুব আলম।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের নির্বাচনী আসন পরিচালক ও গঙ্গাচড়া উপজেলা আমীর মাওলানা নায়েবুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের আসন পরিচালনা কমিটির সদস্য এবং গঙ্গাচড়া উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল মোঃ আশরাফুল আলম।
আরও উপস্থিত ছিলেন গঙ্গাচড়া সদর ইউনিয়ন আমীর মোঃ মনিছুর রহমান, বুড়িরহাট শাখা জামায়াতের সভাপতি সোহেল মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নায়েবুজ্জামান বলেন, “দেশ আজ গভীর সংকটে। শহীদ আবু সাঈদের খুনিদের বিচার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য জাতির ঘুরে দাঁড়ানো এখন সময়ের দাবি। ৪ জুলাইয়ের জনসভা হবে সেই ঐতিহাসিক দিন, যেদিন রংপুরবাসী নতুন প্রত্যয়ের বার্তা দেবে।”
তিনি আরও বলেন, “৪ জুলাইয়ের জনসভা ইনশাআল্লাহ জনসমুদ্রে পরিণত হবে এবং এ জনসভা থেকেই প্রতীয়মান হবে আগামীর রংপুর, আগামীর জামায়াত।”
পথসভায় বক্তারা জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ৪ জুলাইয়ের জনসভাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সফল করার প্রতিশ্রুতি দেন।