আশরাফুল ইসলাম, গঙ্গাচড়া, রংপুর
রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ৪ জুলাইয়ের জনসভা সফল করার লক্ষ্যে গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়ন শাখার উদ্যোগে সোমবার (১ জুলাই) সন্ধ্যায় এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গজঘন্টা বাজার থেকে শুরু হওয়া মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে এক পথসভায় রূপ নেয়। স্থানীয় জনশক্তির ব্যাপক অংশগ্রহণে মুখর ছিল গোটা এলাকা।
পথসভায় সভাপতিত্ব করেন গজঘন্টা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন সুজা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের নির্বাচনী পরিচালনা পরিচালক ও উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর-১ আসনের আসন পরিচালনা কমিটির সদস্য এবং গঙ্গাচড়া উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল মোঃ আশরাফুল আলম। এছাড়াও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মাওলানা নায়েবুজ্জামান বলেন,
“শহীদ আবু সাঈদের খুনিদের বিচার, নির্বাচনকে লেভেল প্লেয়িং ফিল্ডে নিয়ে আসা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ নানা দাবিতে জামায়াতে ইসলামীর ৪ জুলাইয়ের জনসভা জনসমুদ্রে রূপ নেবে ইনশাআল্লাহ। এই জনসভা রংপুরের ভবিষ্যৎ রাজনৈতিক চিত্রকে সুস্পষ্ট করে তুলবে।”
বিশেষ অতিথি মোঃ আশরাফুল আলম বলেন,
“৪ জুলাইয়ের জনসভা শুধু জামায়াতে ইসলামীর দাবি আদায়ের মঞ্চ নয়, বরং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রতিধ্বনি। এ কারণেই এই সমাবেশে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি।”
সভাপতির বক্তব্যে মাওলানা ফরিদ উদ্দিন সুজা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং জুলাই-আগস্ট মাসে শহীদ হওয়া নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, ‘মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা ও মহানগরীর উদ্যোগে আগামী শুক্রবার (৪ জুলাই) বিকেল ৩টায় রংপুর জেলা স্কুল মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।