আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার:
রংপুর মহানগরীর হাজীরহাট থানার ২নং ওয়ার্ডের পূর্ব অবিরাম গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত রংপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী।
গত ২৯ জুন রাত ১১টা ৫০ মিনিটে বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাদল হোসেন (পিতা: মতিউর রহমান) ও সাদেক মিয়া (পিতা: মৃত আব্দুল মজিদ) নামের দুই পরিবারের বাড়িতে। আগুনে চারটি টিনশেড ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।
ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল, একটি মুদির দোকান, পাঁচটি ছাগল, ৪৮টি হাঁস-মুরগি ও বাড়ির যাবতীয় আসবাবপত্র। স্থানীয়দের সহযোগিতায় নারী ও শিশুসহ বাড়ির বাসিন্দারা আহত অবস্থায় উদ্ধার হন। রংপুর সদর ও গঙ্গাচড়া সদর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যৌথভাবে রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঘটনার পর জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন।
২ জুলাই (মঙ্গলবার) সরেজমিনে ক্ষতিগ্রস্ত পরিবার দুটির সঙ্গে দেখা করেন অধ্যাপক রায়হান সিরাজী। এ সময় তিনি পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের ধৈর্য ধরার পরামর্শ দেন। এছাড়াও তিনি প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল টিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হাজীরহাট থানা জামায়াতের আমির অধ্যাপক বেলাল হোসেন, জামায়াত নেতা আলমগীর হোসেন, সোহেল রানা ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
অধ্যাপক রায়হান সিরাজী বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকেই আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। আমরা তাদের পুনর্বাসনে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।”